জাতীয়
Hits: 134
বাংলাদেশের এবার গাড়ি উত্পাদন বাজারে যুক্ত হচ্ছে বিখ্যাত কোরিয়ান অটোমোবাইল ব্র্যান্ডের নাম ’হুন্দাই’। গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে একটি বড়সড় কারখানা স্থাপনের জন্য এই প্রতিষ্ঠানটি ছয় একর জমি নিচ্ছে। কারখানার নির্মাণ কাজ শুরু হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। এই বছরের মাঝামাঝি সময়ে নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে, প্রথম পর্যায়ে গাড়ি যুক্ত করন এবং পরবর্তীকালে উত্পাদনে যাওয়া হবে। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
এর আগে, জাপানের মিতসুবিশি কর্পোরেশনের কারিগরি সহায়তার মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ সরকারের চাহিদা অনুসারে গাড়ি উত্পাদন শুরু করে। ২০১৫ সালে, দেশে প্রথমবারের মত চট্টগ্রামের পিএইচপি গ্রুপ সিডান গাড়ি বা প্রাইভেট কার যুক্ত করবার ঘোষণা দিয়েছিল। দুই বছর পরে তারা গাড়ি বিপণন শুরু করে। এবার ফেয়ার টেকনোলজি লিমিটেড ’হুন্দাই’ ব্র্যান্ডের প্রাইভেট কার তৈরি করতে চলেছে। তারা দেশে প্রথমবারের মত একটি হাই-টেক পার্কে গাড়ি তৈরি করতে যাচ্ছে। হাই-টেক পার্কে কারখানা রয়েছে বলে এই প্রতিষ্ঠানটি কিছু কর ছাড় পাবে। ফলস্বরূপ, ক্রেতারা তুলনামূলকভাবে কম দামে একটি ব্যক্তিগত হুন্ডাই গাড়ি পেতে পারেন।
জানা গেছে, বাংলাদেশের অটোমোবাইল গ্রাহকদের সম্পূর্ণ নতুন গাড়ি এবং মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবা দিতে হুন্দাই মোটর করপোরেশনের অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে গত জুলাইয়ে নিযুক্ত হয় ফেয়ার গ্রুপের মোটরগাড়িভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি লিমিটেড। তখন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, ’মোটরগাড়ি শিল্পে হুন্দাইয়ের সঙ্গে আমাদের নতুন যাত্রা ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। অটোমোবাইল শিল্পে প্রযুক্তি হস্তান্তর, মানবসম্পদ বিকাশ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। শিগগিরই আমরা হুন্দাইয়ের প্রত্যক্ষ সহযোগিতা এবং সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তায় উৎপাদনভিত্তিক কারখানা স্থাপন করব।’
জানতে চাইলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম গতকাল সোমবার গনমাধ্যমকে বলেন, "কালিয়াকৈরে ৩৫৫ একর জমিতে স্থাপিত ’বঙ্গবন্ধু হাইটেক সিটি’ দেশের প্রথম ও বৃহত্তম হাইটেক পার্ক; যেখানে বর্তমানে ৪২টি কম্পানিকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে হুন্দাইয়ের স্থানীয় পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড গাড়ির কারখানা স্থাপনে জায়গা নিচ্ছে। আজ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে। তারা আমাদের বলেছে, তারা কারখানা স্থাপনের জন্য প্রস্তুত। আগামী সপ্তাহখানেকের মধ্যে তারা কাজ শুরু করবে। এ জন্য লে-আউট, ডিজাইনও তারা পাঠিয়ে দিয়েছে।"
সূত্র জানায়, ফেয়ার গ্রুপ বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আগেই তিন একর জমি নিয়েছিল। সেখানে ল্যাপটপসহ ডিজিটাল ডিভাইস উৎপাদনের পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। এখন মোটরগাড়ি কারখানা স্থাপনের জন্য পৃথক ছয় একর জমি নিচ্ছে তারা। তারা এখন একতলা কারখানা করবে। এটি নির্মাণ শেষে তারা গাড়ি সংযোজন শুরু করবে।
আজ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক, দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অব কোরিয়া) রাষ্ট্রদূত লি জ্যাং কুয়েনসহ ফেয়ার গ্রুপ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
হাইটেক পার্ক সূত্র জানায়, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এরই মধ্যে ১৪টি কম্পানি উৎপাদন শুরু করেছে। কম্পানিগুলো এই পার্কে মোবাইল ফোন সংযোজন ও উৎপাদন, অপটিক্যাল কেবল, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা-সেন্টারসহ উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করছে। দেশের বিভিন্ন পার্কে এ পর্যন্ত ৩২৭ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং প্রায় ১৩ হাজার জনের কর্মসংস্থান হয়েছে।
ফেয়ার গ্রুপ বাংলাদেশে স্যামসাং স্মার্টফোন এবং ভোক্তা ইলেকট্রনিক্স পণ্য উত্পাদন করছে। এবার সংস্থাটি হুন্ডাইয়ের সাথে গাড়ী ব্যবসায়ও প্রবেশ করছে। হুন্দাই, বিশ্বের অন্যতম প্রধান কোরিয়ান অটোমোবাইল ব্র্যান্ড, এর অত্যাধুনিক নকশা, উন্নত প্রযুক্তি, দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি-গ্যারান্টি এবং অভিজাত সুবিধার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। হুন্দাইয়ের সহযোগিতাযর মাধ্যমে ফেয়ার টেকনোলজি বাংলাদেশের অটোমোবাইল গ্রাহকদের ’আধুনিক প্রিমিয়াম’ গাড়ির অভিজ্ঞতা প্রদান করবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হাইটেক পার্কটিতে বিনিয়োগের জন্য শিল্পগুলিকে একগুচ্ছ কর ছাড় দেয়। এমনকি যদি মূলধন সরঞ্জাম এবং নির্মাণ সামগ্রী থেকে আরম্ভ করে গাড়ি আমদানি করে থাকে কোনো প্রতিষ্ঠান, তবে শুল্কমুক্ত সুবিধা গ্রহন করতে পারবে। তবে এর জন্যে কমপক্ষে ১ কোটি ডলার বা ৮০ কোটি টাকার একটু বেশি বিনিয়োগ করা লাগবে।