রাজনীতি
Hits: 1090
বরগুনা পৌর নির্বাচনে বেশ আট ঘাট বেঁ/ধেই নৌকা প্রতীকে প্রচার শুরু করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মীর সাব্বির। বিএনপির অনেক নেতাকর্মী এ বিষয়টির প্রেক্ষিতে ক্ষো’/ভ প্রকাশ করেছেন। বরগুনা সরকারী কলেজ ছাত্র সংসদের নাটক ও সাংস্কৃতিক সেক্রেটারি নির্বাচিত হওয়া এই জনপ্রিয় নাট্যতারকার প্রচারে নেমে পড়ায় বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু পোস্ট করেন।
হুমায়ুন হাসান শাহিন যিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তিনি সোমবার একটি ফেসবুক পোস্টে বলেছেন, "সাব্বির আপনি নিজেকেও দলের থেকে দূরে সরালে? কৈ’/শোরে ও তা’রুণ্যের শুরুর দিকে আপনি জাতীয়তাবাদী ছাত্র দলের আলোকিত এক মুখ। রাজনীতির দুর্গ’/ম যাত্রাপথে আপনি ছিলেন এক কথায় অ’/প্রতিরো’/ধ্য যেখানে আপনি আমাদের হাত ধ’/রেই ছাত্র রাজনীতিতে এসেছিলেন! আপনি ছাত্রদলের দ্বারা বিপুল ভোটে মনোনীত বরগুনা সরকারী কলেজ ছাত্র ইউনিয়নের ’নাটক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক’ নির্বাচিত হয়েছিলেন।
তিনি আরও লেখেন, ’এই তো সেদিনও আমার সাথে তুমি ছিলে মি’/ছি/ল মিটিংয়ের অগ্রভাগে! শিল্পী হিসেবে জীবন শুরু হওয়ায় রাজনীতি থেকে বিদায় নিলে এবং এটাই স্বাভাবিক ছিল। কারণ একজন শিল্পীর কোনো দল নেই, জা’/ত নেই। আমরা এমন সাব্বিরকেই দেখতে চেয়েছিলাম! কিন্ত দু/র্ভা’/গ্য সেই জায়গা থেকে আমরা তোমায় হা’/রি’য়ে ফেললাম আজ! তবুও স্নেহ ভালোবাসা সবসময়।’
ফে’সবুকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য রাজিবুল ইসলাম সোহেল লিখেছেন, ’মীর সাব্বির সাবেক ছাত্রদল নেতা। বরগুনা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ’নাট্য ও সাংস্কৃতিক’ বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল। ঐতিহ্যবাহী মীর পরিবারের ৯০% লোক জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে। তিনি যেভাবে গতকাল থেকে বরগুনা পৌরসভা নির্বাচনে নৌকার হয়ে প্রচারণা চালাচ্ছেন ও জনসভা করছেন তাতে শুধু অ’/বা’ক না বি’স্মিত হয়েছি। অভিনেতা সে শুধু অভিনেতাই।’
বি’স্ময় প্রকাশ করে জেলা যুবদলের দফতর সম্পাদক হুমায়ূন কবীর লিখেছেন, ’আমি হ’/তবা’ক ও বি’স্মিত। একজন মীর সাব্বির। সাবেক ছাত্রদল নেতা। বরগুনা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ’নাট্য ও সংস্কৃতি’ বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল। ঐতিহ্যবাহী মীর পরিবারের ৯০ শতাংশ লোক জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে। তিনি যেভাবে গতকাল (রবিবার) থেকে বরগুনা পৌরসভা নির্বাচনে নৌকার হয়ে প্রচারণা চালাচ্ছেন ও জনসভা করছেন তাতে শুধু অ’/বাক না বি’স্মিত হয়েছি। অভিনেতা সে শুধু অভিনেতাই। আজ আবার প্রমাণ করলেন।’
এ প্রসঙ্গে বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন গণমাধ্যমকে বলেন, ’আমাদের হাত ধ/রেই বিএনপির রাজনীতিতে এসেছিলেন মীর সাব্বির। একজন শিল্পীর কোনো দল-মত থাকতে পারে না। তাই শিল্পী হিসেবে আ’ত্ম/প্রকাশ করার পর আমরাই তাকে রাজনীতি থেকে স/রিয়ে দিয়েছিলাম। সেই সাব্বির যখন নিজের আদর্শ আর পারিবারিক ঐতিহ্য বি’স/র্জন দিয়ে নৌকা প্রতীকের প্রচারণায় নামে, সেটা দেখা আমাদের জন্য অনেক ক’/ষ্টের, অনেক বে’/দ’নার।’
তবে মীর সাব্বির গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি নিয়ে বা’ড়াবা/ড়ি করাটা সমীচিন নয় এবং বি’/ভ্রা/ন্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। আমি একজন সাংস্কৃতিক কর্মী এবং গেল জাতীয় নির্বাচনের সময়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের এক শক্তির প্রতীক আওয়ামীলীগের হয়ে প্রচার করেছি। তবে তখন কেউ স’মা/লোচনা করেননি। এখন আমি যখন স্থানীয়ভাবে বরগুনা থেকে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাইতে শুরু করেছি, সেই সময়টিতে তবে সবাই কেন অ’প/প্রচার চালাচ্ছে সেটা বোঝা সহজ। তারা প্রকৃতপক্ষে তাদের নিজস্ব প’রাজয় দেখতে পারছে। তবে আপনি তা গ্রহণ করতে পারবেন না কেন? সে কারণেই ছে’লেমানুষি ঘটনাটিকে আলোচনার মধ্যে টে’নে আনতে চাইছেন।’