খেলাধূলা
Hits: 3746
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড় নাসির হোসেন ভালোবাসা দিবসে অর্থাৎ গত ১৪ ফেব্রুয়ারি (রবিবার) বিবাহ বন্ধনে আ’ব/দ্ধ হন। তারা জমকালো আয়োজন বাদ দিয়ে অনেকটা স্বল্প আয়োজনে বিয়ে করেন, কিন্তু তাদের বিয়ের পর একটির পর একটি চ’/ম’কপ্রদ তথ্য তার স্ত্রী তামিমাকে ঘিরে প্র’কাশ্যে আসতে শুরু করেছে। এবার তামিমার আগের স্বামী রাকিব জানিয়েছেন কেন তামিমা তার স্বামী ও সন্তানকে রেখে নাসিরকে বিয়ে করেছেন।
আজ (শনিবার) অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব মিডিয়াকে জানান, কেন তামিমা তার প্রথম পক্ষের স্বামী ও সন্তানকে রেখে নাসিরকে বিয়ে করলো।
নাসিরের সাথে তামিমার বিয়ে সম্পন্ন হওয়ার ১১ বছর পূর্বে অন্যত্র বিয়ে হয়েছিল। সেই সংসারে তামিমার একটি ৮ বছর বয়সী মেয়েও আছে। তবে তার সেই সাবেক স্বামীকে ডি’ভোর্স না দেওয়ার পরেও ক্রিকেটার নাসিরকে বিয়ে করলেন তামিমা!
রাকিব সংবাদমাধ্যমকে বলেন, ’আমাদের বিয়ের একটা সময় আমার শাশুড়ি আমার স্ত্রীকে বুদ্ধি দেওয়া শুরু করল যে, তুমি এখন এয়ার হোস্টেজ; আর তোমার স্বামী একটা শো রুমের ম্যানেজার। তোমাদের স্ট্যাটাস তো মিলে না। এভাবেই আস্তে আস্তে তামিমা দুইদিক ঠিক রাখতে লাগল। তার একটা বয়ফ্রেন্ডও ছিল; নাম অলক। আমি বিষয়টা জানতে পেরে তাকে সা’বধা/ন করি। এরপর সে আমার কাছে মা’ফ চেয়ে বলে, ওর সাথে ব্রে’কআপ হয়ে গেছে। এমন আর হবে না। আমিও মেয়ের মুখের দিকে তাকিয়ে তাকে মা’ফ করে দেই।’
তিনি আরও বলেন, ’এসব ঘটনার পর থেকে তার মা আমাকে স’/হ্য করতে পারছিল না। আমি উপায় না দেখে মেয়েকে তার কাছে রেখেই আলাদা বাসা নিলাম। সকাল-সন্ধ্যা মেয়েকে গিয়ে দেখে আসতাম। ও চাকরি থেকে আসলে ওর মায়ের বাসায় উঠত। আমার বাসাতেও আসত। আমরা হোটেলে মিট করতাম, রেস্টুরেন্টে খেতাম, আমার ভাইয়ের বাসায় যাইতাম। আমার বাসায় এসে থাকত আমার সাথে। লকডাউনের আগে সে ১৫ দিনের ছুটিতে দেশে আসল। তখন তার মা তাকে বের হতে দিত না। মেয়েটা ফোন করলে বলত, ব্যস্ত। আমার বা তার মেয়ের প্রতি তার কোনো ফিলিংস ছিল না।’
তিনি আরও জানায়, ’এভাবে চলতে চলতে এক সময় ১৪ তারিখ দেখি তার একটা বিয়ের ভিডিও ক্লিপ। সে কবে দেশে আসছে তাও জানি না। আমি তো ভিডিও দেখে অবাক! এটা নিয়ে আমি ১৬ তারিখে একটা জিডি করলাম। জিডি করার পরে এইটা সবাই জানতে পারল। তখন আমার ভাইকে নিয়ে একজন সাংবাদিক আমার শাশুড়ির বাসায় গিয়েছিল। তখন তিনি বলেন, ’রাকিব কে? আমি কোনো রাকিবকে চিনি না।’ সাংবাদিক ছবি দেখানোর পর তিনি নাসিরকে কল করেন। এরপর নাসির আমাকে ফোন করে। সেই অডিও ক্লিপ আমি মিডিয়ায় দিয়েছি।’
এ বিষয়ে আইনগত প’দক্ষে’প নিচ্ছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। তিনি বলেন, বিষয়টি নিয়ে উত্তরা পশ্চিম থা’/না’য় একটি জিডি করেছেন। উত্তরা পশ্চিম থা’/নার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
কিন্তু জিডির কপি প্রকাশ হওয়ার পর বেরিয়ে এসেছে তামিমার আরেক বি’য়ের তথ্য। রাকিবের সঙ্গে সংসার করা অবস্থায় তামিমা আরেকটি বিয়ে করেছিলেন। সেখানে ছয় মাস সংসারও করেছিলেন।
রাকিবের করা জিডিতে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, ২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জ’ড়া/য়। ছয় মাস সংসার করার পর ফিরে আসে। পরে রাকিবের সঙ্গে ক্ষ’মা চেয়ে পার পায়। গত ১৪ ফেব্রুয়ারি নতুন করে নাসিরের সঙ্গে ছবি ভা’ইরাল হলে রাকিব জানতে পারেন, তামিমা বিয়ে করেছেন।
জিডি করার কারণ উল্লেখ করে রাকিব বলেন, সংসারজীবনে বি’/বা’দীর কাছে অনেক টাকা ও স্বর্ণাল’ঙ্কার রাখা আছে। এমনকি আমাকে তা’/লা’কও দেননি। টাকা ও অলঙ্কার চাইলে বি’বা/দী আমাকে ক্ষ’/তি করবে বলে হু’/ম’/কি দিয়েছেন। আপাতত কোনো মা’/ম’/লা করবেন না বলে উল্লেখ করেছেন তিনি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছ’ড়িয়ে পড়েছে রাকিব ও নাসিরের ফোন রেকর্ড। ওই ফোন রেকর্ডে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধা’মাচা/পা দিতে বলেন নাসির। সেখানে রাকিবের প্রশ্ন ছিল আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন, তার সব কিছু জেনেশু’নেই আমি তাকে বিয়ে করেছি। তার বা/’চ্চা আছে, তার আগেও বয়ফ্রেন্ড ছিল সবকিছুই আমি জানি।
নাসির আরো বলেন, যদি আপনার স্ত্রী আপনার সঙ্গে ভালোভাবে থাকতে পারতো তাহলে সে নিশ্চয় আপনার এগারো বছর দীর্ঘ সময়ের সংসার ছেড়ে আমার নিকট আসতো না। রাকিব হাসান এবং তামিমার বিয়ের যে কাবিন নামা রয়েছে সেখানে দেখা গেছে যে, তারা ২৬ শে ফেব্রুয়ারী, ২০১১ সালে ৩ লক্ষ টাকার দেনমোহরের মাধ্যমে বিয়ে করেছিলেন। রাকিব দা’/বি করেছেন যে, গত ১১ বছরে তিনি তার স্ত্রীকে পড়াশুনা হতে আরম্ভ করে চাকরি পাওয়া পর্যন্ত সকল ক্ষেত্রেই সাহায্য করেছেন।
এ সম্পর্কে জানার জন্য ক্রিকেট খেলোয়াড় নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গিয়েছে।