
বাংলাদেশের মানবাধিকার জোরদার এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। গত রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৈঠক করেন। ওই বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে মানবাধিকার ও নির্বাচনের গুরুত্বারোপের কথা জানানো হয়েছে।
গত সপ্তাহে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দায়িত্ব পালনকালে একজন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় ওয়েন্ডি শারম্যান বাংলাদেশের প্রতি শোক প্রকাশ করেছেন, মুখপাত্র জানিয়েছেন।
তিনি রাশিয়ার অবৈধ আগ্রাসনের মুখে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ওয়েন্ডি শারমন এবং মোঃ শাহরিয়ার আলম ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন।